আলেপ্পো পুনরুদ্ধার এখন সময়ের ব্যাপার মাত্র: অবজারভেটরি
https://parstoday.ir/bn/news/west_asia-i28045-আলেপ্পো_পুনরুদ্ধার_এখন_সময়ের_ব্যাপার_মাত্র_অবজারভেটরি
সিরিয়ার সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আলেপ্পোর একটি বড় এলাকা উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। শহরটির উত্তর-পশ্চিম অংশে সন্ত্রাসী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকাগুলোর ভিতরে অভিযান চালানোর পর সিরিয় বাহিনীর এ সাফল্যের খবর এলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৬ ১৬:১২ Asia/Dhaka
  • আলেপ্পো পুনরুদ্ধার এখন সময়ের ব্যাপার মাত্র: অবজারভেটরি

সিরিয়ার সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আলেপ্পোর একটি বড় এলাকা উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। শহরটির উত্তর-পশ্চিম অংশে সন্ত্রাসী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকাগুলোর ভিতরে অভিযান চালানোর পর সিরিয় বাহিনীর এ সাফল্যের খবর এলো।

সিরিয় সেনাবাহিনী শেইখ সায়িদ এলাকার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'র প্রধান রামি আব্দেল রহমান আজ (সোমবার) সকালে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করছে। এক মাসেরও কম সময় আগে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলেপ্পোর পূর্ব অংশ পুনরুদ্ধার করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনী বড় ধরণের সাঁড়াশি অভিযান শুরু করার পর তারা সেখানে ব্যাপক সাফল্য পেয়েছে। সেনাবাহিনীর এ সাফল্যের ফলে পূর্ব আলেপ্পোর ৯০ ভাগ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে জানান আব্দেল রহমান।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছিল, "পুরো আলেপ্পোর শতকরা ৯৩ ভাগ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।" বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে রাশিয়া গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২