পরাজয়ের মুখে বেসামরিক ব্যক্তিদের হত্যা করছে দায়েশ: এইচআরডাব্লিউ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের মসুল শহরে বেসামরিক ব্যক্তিদেরকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর দায়েশমুক্ত করার অভিযানের মুখে যারা দায়েশের পক্ষে যুদ্ধে যোগ দিতে চাইছে না তাদেরকে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি আজ (বুধবার) এক প্রতিবেদনে জানিয়েছে, মসুলের একটি উল্লেখযোগ্য সংখ্যক অধিবাসী সরকারি বাহিনী এবং দায়েশের মধ্যে যুদ্ধে আটকা পড়েছে। মসুল থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সাক্ষাতের ওপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের পক্ষে মানবঢাল হতে অনিচ্ছুক ব্যক্তিদেরকে নির্বিচারে এবং ইচ্ছাকৃতভাবে হত্যা এবং আহত করা হচ্ছে।
এতে আরো বলা হয়েছে, দায়েশ-বিরোধী যুদ্ধের সময় গত মাসের তৃতীয় সপ্তাহ এবং চলতি মাসের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ১৯ জন নিহত এবং আরো বহু ব্যক্তি আহত হয়। দায়েশ সন্ত্রাসীদের মর্টার, গাড়ি বোমা এবং রাস্তায় পুঁতে রাখা বোমা হামলার পাশাপাশি স্নাইপারদের হামলায় এসব ব্যক্তি হতাহত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২১