ইয়েমেনের স্কুলে সৌদি বিমান হামলায় ৮ ছাত্র নিহত; ব্যাপক বিক্ষোভ
দরিদ্র মুসলিম দেশ ইয়েমেনে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত আট ছাত্র নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আজ (মঙ্গলবার) রাজধানী সানার নাহাম এলাকার একটি স্কুলে সৌদি জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হলে হতাহতের এ ঘটনা ঘটে।
স্কুলে হামলার ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানদের হারিয়ে বাবা-মায়েরা দিশেহারা হয়ে পড়েছেন।
স্কুলে কেন হামলা করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি সৌদি আরব। এর আগেও সৌদি আরব ইয়েমেনের স্কুল ও মসজিদে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে।
এদিকে, অব্যাহত সৌদি হামলার প্রতিবাদে ইয়েমেনের তায়িজ শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা সৌদি আরবের বর্বর হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। তারা হামলা বন্ধে সৌদি আরবকে বাধ্য করতে জাতিসংঘসহ বিশ্বের সব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি আরবকে যেসব দেশ সহযোগিতা দিচ্ছে সেসব দেশেরও কঠোর সমালোচনা করেছে বিক্ষোভকারীরা।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০