‘পূর্ব মসুলের প্রায় ৯০ ভাগ এলাকা এখন দায়েশ মুক্ত’
https://parstoday.ir/bn/news/west_asia-i31168-পূর্ব_মসুলের_প্রায়_৯০_ভাগ_এলাকা_এখন_দায়েশ_মুক্ত’
ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী সিটিএসের শীর্ষস্থানীয় এক কমান্ডার বলেছেন, পূর্ব মসুলের প্রায় ৯০ শতাংশ এলাকা দায়েশ মুক্ত করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৭ ০৮:৫৪ Asia/Dhaka
  • ‘পূর্ব মসুলের প্রায় ৯০ ভাগ এলাকা এখন দায়েশ মুক্ত’

ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী সিটিএসের শীর্ষস্থানীয় এক কমান্ডার বলেছেন, পূর্ব মসুলের প্রায় ৯০ শতাংশ এলাকা দায়েশ মুক্ত করা হয়েছে।

গতকাল শেষ বেলায় এ ঘোষণা দেন স্টাফ লে জেনারেল আবদুলগনি আল-আসাদি। সিটিএস বাহিনীর সঙ্গে যখন তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের প্রচণ্ড লড়াই চলছে তখন এ ঘোষণা দেয়া হলো।

এ দিকে, সিটিএস মুখপাত্র সাবাহ্‌ আন-নোওমি বলেন, নাবি ইউসুফ এলাকা পুরোপুরি মুক্ত করেছে ইরাকি বাহিনী। এ ছাড়া,  গুরুত্বপূর্ণ মাজারের কাছে অবস্থিত একটি মসজিদও দায়েশ মুক্ত করা হয়েছে। তিনি জানান, নাবি ইউসুফ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী এবং মাজারে ইরাকি পতাকা ওঠানো হয়েছে। পাশাপাশি আরো কয়েকটি এলাকাও মুক্ত করেছে ইরাকি বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৭