আলেপ্পো প্রদেশে বিমান হামলা; ৪০ সন্ত্রাসী নিহত
-
সিরিয় সন্ত্রাসী (ফাইল ফটো)
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র ফাতেহ আশ-শাম গোষ্ঠীর একটি ক্যাম্পে বিমান হামলায় অন্তত ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, কারা এই বিমান হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা যাচাই করা সম্ভব হয় নি।
সিরিয়ান অবজারভেটরি বলেছে, সম্ভবত রুশ বাহিনী অথবা মার্কিন নেতৃত্বাধীন জোট ফাতেহ আশ-শামের ক্যাম্পে এ হামলা চালিয়েছে। সিরিয়ায় যে যুদ্ধবিরতি চলছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ও ফাতেহ আশ-শাম গোষ্ঠীকে তার আওতায় আনা হয় নি। গত ৩০ ডিসেম্বর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এদিকে, পূর্ব আলেপ্পোর একটি স্কুলে গণকবর আবিষ্কার করেছে সিরিয়ার সেনাবাহিনী। কিছুদিন আগে পূর্ব আলেপ্পো মুক্ত করতে সক্ষম হয়েছে সিরিয় বাহিনী। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে সিরিয়া বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফাজর আল-ইসলাম এ গণহত্যা চালিয়েছে। চিঠিতে বলা হয়েছে- কিছু দেশ উগ্র এ সন্ত্রাসী গোষ্ঠীকে মধ্যপন্থি বলে মনে করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০