মার্কিন নাগরিকদের ইরাক থেকে বহিষ্কার করতে হবে: মুক্তাদা
-
মুক্তাদা আস-সাদর
ইরাকের প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আস-সাদর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম-বিরোধী নীতির সমালোচনা করে বলেছেন, পাল্টা ব্যবস্থা হিসেবে ইরাক থেকেও মার্কিন নাগরিকদের অবশ্যই বহিষ্কার করতে হবে।
মুক্তাদা বলেন, “আপনার দেশের নাগরিকরা ইরাক ও অন্য দেশে স্বাধীনভাবে ঢুকবে আর এসব দেশের নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবে না- এটা নিশ্চয় ঔদ্ধত্যপূর্ণ নীতি হবে। যদি তাই হয় তাহলে এসব দেশ থেকে আপনার নাগরিকদের আপনি নিয়ে যান।”
এদিকে, ইরাকি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির জাতীয় সংসদ আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অন্যায় বলেও মন্তব্য করেছে ইরাকি সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। এক বিবৃতিতে কমিটি বলেছে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সামনের কাতারে রয়েছে ইরাক অথচ সেই দেশের নাগরিকদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে সেটা হতে পারে না; সেটা অন্যায়। সেক্ষেত্রে ইরাক সরকারকে অবশ্যই পাল্টা ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী মোবিলাইজেশন ইউনিট বা হাশ্দ আশ-শাবিও মার্কিন নাগরিকদের ইরাকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯