দায়েশের কবল থেকে আল-বাব শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
সিরিয়ার গণবাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী আলেপ্পোর উত্তর-পূর্ব উপকণ্ঠে অবস্থিত আল বাব শহরটি তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে বিদ্রোহীপন্থি একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।
মানবাধিকার বিষয়ক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (সোমবার) জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী শহরটির চারপাশ পুরোপুরি ঘিরে রেখেছে।
সিরিয় বাহিনী আয়শিয়া পার্বত্য এলাকা পুনর্দখলে নেয়ার পর তাদের এ অগ্রযাত্রার খবর এসেছে বলে ব্রিটেন ভিত্তিক এ সংস্থাটি জানিয়েছে। এলাকাটি আল-বাব শহরকে রাক্কা এবং দেইর আয- জোরের সঙ্গে সংযোগ করা সড়ক থেকে কয়েক'শ মিটার দুরে অবস্থিত। সিরিয়ার সেনাবাহিনী আয়শিয়া গ্রামটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কয়েক ঘন্টা পর পার্বত্য এলাকাটি দখলে এসেছে বলে জানায় সংস্থাটি।
সিরিয়ার সেনাবাহিনীর সর্বশেষ সাফল্যের ফলে সরকারি বাহিনী এখন আল-বাব, বিজাহ কাবাসিন এবং দেতিফ শহরে সন্ত্রাসীদেরকে ঘিরে রেখেছে সংবাদ মাধ্যমে খবর এসেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৬