মসুল থেকে পলায়নরত ১৪০ ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i35858-মসুল_থেকে_পলায়নরত_১৪০_ব্যক্তিকে_হত্যা_করেছে_দায়েশ
ইরাকের গোলযোগপূর্ণ মসুল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গত কয়েকদিনে কয়েক ডজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দায়েশের কবল থেকে শহরটির উত্তর অংশ পুনরুদ্ধার করার লক্ষ্যে ইরাকি সেনাবাহিনী যখন অভিযান চালাচ্ছে তখন সন্ত্রাসী গোষ্ঠীর এ বর্বরোচিত হত্যাযজ্ঞের খবর এলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ১৬:১২ Asia/Dhaka
  • মসুল থেকে পলায়নরত ১৪০ ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ

ইরাকের গোলযোগপূর্ণ মসুল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গত কয়েকদিনে কয়েক ডজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দায়েশের কবল থেকে শহরটির উত্তর অংশ পুনরুদ্ধার করার লক্ষ্যে ইরাকি সেনাবাহিনী যখন অভিযান চালাচ্ছে তখন সন্ত্রাসী গোষ্ঠীর এ বর্বরোচিত হত্যাযজ্ঞের খবর এলো।

প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মসুলের তেনেক এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অপর তিন কিশোরের সঙ্গে তার এক আত্মীয়কে বৈদ্যতিক খুঁটির সঙ্গে ঝোলানো অবস্থায় দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, তাদের বাহ্যিক অবস্থা ছিল অত্যন্ত লোমহর্ষক। গত দুই দিন ধরে ঝুলে থাকা হতভাগ্য ব্যক্তিদের লাশ আমরা নামিয়ে আনতে সক্ষম হয় নি।এদিকে, কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা পরিষদ জানিয়েছেন, গত সোমবার এবং মঙ্গলবার সন্ত্রাসীরা ১৪০ ব্যক্তি হত্যা করেছে।

এছাড়া, ফারুক এলাকার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসুলের পুরাতন শহর থেকে পালিয়ে যেতে ইচ্ছুক ৪০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ। সন্ত্রাসীরা পুরাতন শহরের শাওয়ান এলাকায় এক বৃদ্ধ মহিলাসহ একই পরিবারের ছয় ব্যক্তিকে হত্যা করেছে। তারাও দায়েশের কবল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে সেখানকার একজন অধিবাসী জানিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৮