ইরাকি বাহিনীর অভিযানে ৫২ দায়েশ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i36148-ইরাকি_বাহিনীর_অভিযানে_৫২_দায়েশ_নিহত
ইরাকি বাহিনীর মসুল মুক্ত করার অভিযানের মুখে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ৫২ সদস্য নিহত হয়েছে। ইরাকের সন্ত্রাস বিরোধী বাহিনী বা আইসিটিএফ’এর কমান্ডার এ কথা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০১৭ ১৬:২২ Asia/Dhaka
  • ইরাকি বাহিনীর অভিযানে ৫২ দায়েশ নিহত

ইরাকি বাহিনীর মসুল মুক্ত করার অভিযানের মুখে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ৫২ সদস্য নিহত হয়েছে। ইরাকের সন্ত্রাস বিরোধী বাহিনী বা আইসিটিএফ’এর কমান্ডার এ কথা জানিয়েছেন।

কমান্ডার মেজর আলী মোহসেন বলেন, পশ্চিম মসুলের আল-আকবর এলাকায় আইটিসিএফএর অভিযানে ১৭ দায়েশ নিহত হয়। এছাড়া, ইরাকি বিমান বাহিনীর হামলায় মসুলের হারদার অঞ্চলে ২০ সন্ত্রাসী এবং আস-সাবুনিয়ে এলাকায় নিহত হয়েছে। 

এ ছাড়া, বিভিন্ন আরব দেশের ছয় নারী দায়েশকে আটক করা হয়েছে বলে আইসিটিএফ জানায়।

পার্সটুডে/মূসা রেজা/১৩