রাজা সালমানের আমন্ত্রণে সৌদি আরব গেলেন প্রেসিডেন্ট সিসি
-
সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদ সফরে গেলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস -সিসি
সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদ সফরে গেলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস -সিসি। গত কয়েক মাস ধরে দু'দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার পর সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে সৌদি সফরে যাওয়া সিসিকে রাজা সালমান রাজকীয় অভ্যর্থনা দিয়েছেন বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে।
প্রেসিডেন্ট সিসিকে বহনকারী বিমান রাজধানী রিয়াদে অবতরণ করলে সালমানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা সিসিকে বিমানবন্দরে স্বাগত জানান এবং এরপর তার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
গত (শুক্রবার) এক বিবৃতির মাধ্যমে প্রেসিডেন্ট সিসির দফতর থেকে তার এ সফর সম্পর্কে ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ-কায়রোর মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাজা সালমানের আমন্ত্রণে রিয়াদ সফরে যান সিসি। আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সালমান ও সিসি আলোচনা করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসবাদ তাদের মধ্যে অনুষ্ঠেয় আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে বলেও সিসির দফতর জানিয়েছে।
মিশর ও সৌদি আরবের মধ্যে কয়েক মাসব্যাপী চলা উত্তেজনার বরফ গলানোর লক্ষ্যে প্রেসিডেন্ট সিসি গত মাসে জর্দানে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনের অবকাশে সৌদি রাজা সালমানের সঙ্গে সাক্ষাৎ করার পর সিসির এ সফরের খবর এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪