ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অনশন চালিয়ে যাবার ঘোষণা
ইসরাইলের কারাগারে সহস্রাধিক ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট চালিয়ে যাবে বলে অঙ্গিকার ব্যক্ত করেছে। চৌত্রিশ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনী কারিম ইউনূস এ কথা জানিয়েছেন।
দীর্ঘতম সময়ের ওই কারাবন্দির বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফিলিস্তিনি সকল বন্দিই তাদের পরিপূর্ণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ধর্মঘট চালিয়ে যাবে। কারিম ইউনূসকে আজ আদালতে স্থানান্তর করা হয়েছিল। কারিম ইউনূস আরও জানান, ইসরাইলি কারারক্ষীরা অনশনরত বন্দিদের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে তাদের জামাকাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র আটক করেছে।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের নেতা আবদুল হাকিম হোনায়নি বলেন, ইহুদিবাদি ইসরাইল বন্দি বিনিময় সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করার জন্য ফিলিস্তিনি বন্দিদের ব্যাপক পীড়াপীড়ি করে যাচ্ছে। ইতোপূর্বেও তারা এরকম চাপ সৃষ্টি করে ব্যর্থ হয়েছে। এখন আবারও সেই চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে তারা।
গত ১৭ এপ্রিল ‘ফিলিস্তিনি বন্দি দিবস’ থেকে দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি অনশন চালিয়ে যাচ্ছে। ‘সম্মান ও স্বাধীনতা’র শ্লোগান তুলে তারা বন্দিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক আচরণ ও নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৩০