মসুলে নতুন ফ্রন্ট খুলল ইরাকের সশস্ত্র বাহিনী
ইরাকের সশস্ত্র বাহিনী মসুলের উত্তরপশ্চিমাঞ্চলে নতুন আরেকটি ফ্রন্ট খুলেছে। মসুল নগরী মুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে এ ফ্রন্ট খোলা হয়।
ইরাকের এক সামরিক কমান্ডার বলেন, মঙ্গলবার দেশটির ৯ম সাঁজোয়া বহর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাপিড রেসপন্স ইউনিট উত্তরপূর্ব দিক থেকে মসুলের দিকে অগ্রসর হয়েছে। ইরাকি বাহিনী এখন উত্তরপশ্চিমাঞ্চলীয় মসুলের তিন এলাকা মুক্ত করার জন্য শক্তিশালী অভিযান শুরু করেছে।
দেশটির কাউন্টার-টেররিজম সার্ভিস বা সিটিএল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেডারেল পুলিশ বাহিনীকে সমর্থন যোগাব এ অভিযান । এ দুই বাহিনী দক্ষিণ দিকে থেকে মসুলের দিকে এগিয়ে চলেছে।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বর্তমানে মসুলের উত্তরপশ্চিমাঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়েছে। এ এলাকার মধ্যেই পুরানো নগর কেন্দ্র এবং গ্র্যান্ড আন-নুরি মসজিদ অবস্থিত। তিন বছর আগে এ মসজিদ থেকেই দায়েশ নেতা আবু বকর আল-বাগদাদী তার কথিত ‘খেলাফতের’ ঘোষণা দিয়েছিলেন।#
পার্সটুডে/মূসা রেজা/৪