হামাসের হুঁশিয়ারির পর একটি দাবি মেনে নিল ইসরাইল
(last modified Thu, 04 May 2017 12:44:40 GMT )
মে ০৪, ২০১৭ ১৮:৪৪ Asia/Dhaka
  • হামাসের হুঁশিয়ারির পর একটি দাবি মেনে নিল ইসরাইল

অনশনরত ফিলিস্তিনি বন্দিদের একটি দাবি মেনে নিতে বাধ্য হয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইরানের টিভি চ্যানেল আল-আলম জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের দাবিগুলোর মধ্যে একটি ছিল আইনজীবীদের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ দেওয়া। ইসরাইলি কর্তৃপক্ষ ওই দাবিটি মেনে নিয়েছে। বন্দিদের অনশন ধর্মঘটের ১৮তম দিনে এ খবর প্রকাশিত হলো।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামিরক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের ২৪ ঘন্টার আলটিমেটামের পর দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছে দখলদার শক্তি। সম্প্রতি হামাসের সামরিক শাখা ফিলিস্তিনি বন্দিদের দাবি মেনে না নেয়ার পরিণতির বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছিল। 

ফাতাহ আন্দোলনের সাবেক নেতা মারওয়ান বারগুসি’র আহ্বানে গত ১৭ এপ্রিল থেকে অন্তত এক হাজার ছয়শ' ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করেন। এরইমধ্যে বেশিরভাগ বন্দি প্রায় ১০ কেজি করে ওজন হারিয়েছেন।

বিনা বিচারে আটক রাখার পাশাপাশি ইসরাইলি কারাগারের দুর্বিসহ পরিস্থিতির প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিরা অনশন ধর্মঘটে অংশ নিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪