পবিত্র রমজানের আগেই মুক্ত হবে মসুল: ইরাকি সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i37732-পবিত্র_রমজানের_আগেই_মুক্ত_হবে_মসুল_ইরাকি_সেনাপ্রধান
ইরাকের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসমান আল-ঘানিমি আজ (বৃহস্পতিবার) বলেছেন, মসুলের পশ্চিম অংশ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে পবিত্র রমজান মাসের আগেই মুক্ত করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১২, ২০১৭ ০০:৫১ Asia/Dhaka
  • পবিত্র রমজানের আগেই মুক্ত হবে মসুল: ইরাকি সেনাপ্রধান

ইরাকের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসমান আল-ঘানিমি আজ (বৃহস্পতিবার) বলেছেন, মসুলের পশ্চিম অংশ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে পবিত্র রমজান মাসের আগেই মুক্ত করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের পবিত্র রমজান মাস ইরাকে ২৭ মে থেকে শুরু হতে পারে।

২০১৬ সালের ১৭ অক্টোবর ইরাকের সেনাবাহিনী মসুল শহর পুনরুদ্ধারের অভিযান শুরু করে। তারা প্রায় ১০০ দিনের লড়াই শেষে গত জানুয়ারিতে মসুলের পূর্ব অংশ থেকে দায়েশ জঙ্গিদের পুরোপুরি হটিয়ে দিতে সক্ষম হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় পশ্চিম মসুল পুনরুদ্ধার অভিযান।

এদিকে  মসুলে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তেরশর বেশি সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে দায়েশের অনেক সিনিয়র কমান্ডার রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১