মসুলের আরো এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী
মে ১৪, ২০১৭ ২৩:২৮ Asia/Dhaka
ইরাকের সরকারি বাহিনী মসুলের পশ্চিমাঞ্চলের আরো এলাকা মুক্ত করেছে। দেশটির জনপ্রিয় পপুলার মোবিলাইজেশন ইউনিটসের সঙ্গে সরকারি বাহিনী চলমান তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী দায়েশ বিরোধী যৌথ অভিযানের অংশ হিসেবে নতুন এলাকা মুক্ত করা হয়।
মেজর আলী মোহসেন আজ(রোববার) আরবি ভাষী বাসনিউজকে বলেন যে ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিস বা সিটিএল দুইটি এলাকাকে পুরোপুরি এবং রিফাই নামের একটি এলাকার ৬০ মুক্ত করেছে।
অভিযানে তাকফিরি কয়েকজন কমান্ডারসহ অন্তত ৪৫ দায়েশ নিহত হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে বহু দায়েশ পালিয়ে গেছে বলেও জানান তিনি।
ইরাকি নিরাপত্তা বাহিনী আন-নাজ্জার এলাকা এবং মসুল হোটেলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ এলাকায় দায়েশের প্রধান কমান্ড সেন্টার অবস্থিত।#
পার্সটুডে/মূসা রেজা/১৪
ট্যাগ