শেখ ঈসা কাসিমের বাড়িতে হামলা; বিশ্লেষক বলছেন “পেছনে সৌদি আছে”
(last modified Tue, 23 May 2017 13:05:09 GMT )
মে ২৩, ২০১৭ ১৯:০৫ Asia/Dhaka
  • বাহরাইনি বাহিনীর অ্যাকশন
    বাহরাইনি বাহিনীর অ্যাকশন

বাহরাইনের বর্ষিয়ান আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের বাড়িতে দেশটির সরকারি বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। সরকার-বিরোধী আন্দোলনাকরীদের আটকের জন্য এই হামলা চালানো হয়।

রাজধানী মানামার কাছে দিরাজ শহরে অনশনে অংশ নেয়া লোকজনের ওপর গুলি চালানোর কয়েক ঘণ্টা পর সরকারি বাহিনী শেখ ঈসা কাসিমের বাড়িতে হামলা চালায়।  

বাহরাইনের নিরাপত্তা সূত্র জানিয়েছে, বর্ষিয়ান এই আলেমের বাড়িতে হামলা চালিয়ে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে শেখ ঈসা কাসিম রয়েছেন কিনা তা ওই সূত্র পরিষ্কার করে নি।

এদিকে, আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক রডনি শেক্সপিয়ার বলেছেন, আয়াতুল্লাহ ঈসা কাসিমের বাড়িতে এই হামলার পেছনে সৌদি আরবের মদদ ও ভূমিকা রয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, বাহরাইনে সৌদি আরবের দখলদারিত্ব রয়েছে এবং সেখানকার সব হামলার সঙ্গে সৌদি আরব জড়িত থাকবে সেটাই স্বাভাবিক।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩

 

ট্যাগ