জুন ০৮, ২০২৪ ০৯:১৪ Asia/Dhaka
  • সম্পর্ক স্বাভাবিক করতে রাশিয়ার মাধ্যমে ইরানকে চিঠি দিয়েছে বাহরাইন

আট বছরের বিরতির পর ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়ার মাধ্যমে তেহরানকে চিঠি দিয়েছে বাহরাইন। ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিদি শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সরকারের শাসনামলে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার প্রতি ইঙ্গিত করে জামশিদি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাধ্যমে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছিলেন।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা গত সপ্তাহে চীন সফরে গিয়ে বলেছিলেন, তার সরকার প্রতিবেশী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা কামনা করেন।

২০১৬ সালের ৩ জানুয়ারি সৌদি সরকার দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর প্রতিবাদে ইরানি জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে এবং তেহরানস্থ সৌদি দূতাবাসে হামলা চালায়। এর জের ধরে ২০১৬ সালের ৪ জানুয়ারি তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। সৌদি সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সে সময় বাহরাইনও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

তবে চীনের সহযোগিতায় ২০২৩ সালের মার্চ মাসে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইরান ও সৌদি আরব। এরপর ওই বছরই ধাপে ধাপে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে তেহরান ও রিয়াদ। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার পর বাহরাইনও একই পথে হাঁটা শুরু করল।

গত ১৯ মে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার জানাযার নামাজে অংশ নিতে তেহরান সফর করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ আল-জায়ানি। ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে জায়ানি তেহরান সফরে আসেন বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮                                      

ট্যাগ