মসুলের পশ্চিম অংশে ৮টি গ্রাম পুনরুদ্ধার করেছে হাশ্‌দ আশ-শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i38680-মসুলের_পশ্চিম_অংশে_৮টি_গ্রাম_পুনরুদ্ধার_করেছে_হাশ্_দ_আশ_শাবি
ইরাকের গোলযোগপূর্ণ মসুলের পশ্চিম অংশে অভিযান চালিয়ে দেশটির জনপ্রিয় মোবালাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে ৮টি গ্রাম পুনরুদ্ধার করেছে। ইরাকি সেনাবাহিনী এ অভিযানে সহায়তা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০১৭ ২০:২৭ Asia/Dhaka
  • হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা বিজয়সূচক  \'ভি\' চিহ্ণ দেখাচ্ছেন
    হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা বিজয়সূচক \'ভি\' চিহ্ণ দেখাচ্ছেন

ইরাকের গোলযোগপূর্ণ মসুলের পশ্চিম অংশে অভিযান চালিয়ে দেশটির জনপ্রিয় মোবালাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে ৮টি গ্রাম পুনরুদ্ধার করেছে। ইরাকি সেনাবাহিনী এ অভিযানে সহায়তা দিয়েছে।

আজ (বৃহস্পতিবার) ইরাকি সেনাবাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট সামির দাউদ বলেন, হাশ্‌দ আশ-শাবি স্বেচ্ছাসেবী বাহিনী মসুলের ওয়াহাবি, আরফি, আরফি আওয়াল এবং আমলিহাত গ্রামের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। হাশ্‌দ আশ-শাবি যোদ্ধারা পাশের আল-আদনানিয়া এলাকা এবং শিয়া মুসলিম অধ্যুষিত আল-বাজের সঙ্গে সংযুক্ত একটি মহাসড়কের ওপরও  নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে জানান তিনি।  

এদিকে, দিনের শেষ ভাগে হাশ্‌দ আশ-শাবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দায়েশের কবল থেকে বাজ শহরের উত্তর অংশের তেলগাজি এবং কোজো গ্রাম মুক্ত করেছে। এছাড়া, বাজ শহরের উত্তরে বিস্কির দক্ষিণ এবং উত্তর অংশের গ্রামগুলো পুনর্দখলে নিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

প্রায় সাত মাস আগে দায়েশের কাছ থেকে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী। এ পর্যন্ত ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীর বেশিরভাগ এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়েছে তারা।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫