মার্কিন নীতির অন্ধ আনুগত্য করছে আলে সৌদ সরকার: হুথি নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i39176-মার্কিন_নীতির_অন্ধ_আনুগত্য_করছে_আলে_সৌদ_সরকার_হুথি_নেতা
আমেরিকার কথামত উঠবস করায় সৌদি আরবের তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি। ওয়াশিংটনের নীতির প্রতি রিয়াদের আলে সৌদ সরকার 'চরম অনুগত' বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০১, ২০১৭ ১৮:২৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি রাজা সালমানের মধ্যে রিয়াদে অনুষ্ঠিত বৈঠক
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি রাজা সালমানের মধ্যে রিয়াদে অনুষ্ঠিত বৈঠক

আমেরিকার কথামত উঠবস করায় সৌদি আরবের তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি। ওয়াশিংটনের নীতির প্রতি রিয়াদের আলে সৌদ সরকার 'চরম অনুগত' বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল (বুধবার) পবিত্র মাহে রমজান উপলক্ষে দেয়া এক ভাষণে হুথি নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সৌদি আরব সফর প্রমাণ করে,  ওয়াশিংটনের প্রতি রিয়াদ কতটা অন্ধ অনুগত। তিনি বলেন, সৌদি শাসককরা এ বিষয়টি কেবল অস্বীকারই করেন না বরং এটি প্রকাশ্যে ঘোষণা দিতেও গর্ববোধ করেন তারা ।  

২০১৫ সালের মার্চ থেকে মার্কিন সমর্থনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে সৌদি আরব। পদত্যাগী প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য এ হামলা চালাচ্ছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। সৌদি হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।

হুথি বলেন, সৌদি আরব সারা বিশ্বে বিকৃত উগ্র ওয়াহাবি সালাফি মতবাদ ছড়িয়ে দিচ্ছে এবং এসবের নেতৃত্ব দিচ্ছে। তিনি অনুতাপের সুরে আরো বলেন, কিছু মুসলিম দেশের নেতারা ইসলামের শত্রুদের নীতিগুলো অন্ধভাবে অনুসরণ করছে।

উগ্র ওয়াহাবি ও সালাফি গোষ্ঠীগুলো বিভিন্ন মুসলিম দেশে গৃহযুদ্ধ বাধানোর পাশাপাশি মুসলমানদের সব মাজহাবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। ওয়াহাবি মতবাদে বিশ্বাসীরা মুসলমানদের সব মাজহাবকে বাতিল ও তাদের অনুসারীদেরকে কাফের বলে মনে করে। এ কারণে সৌদি আরবে ওয়াহাবি মতবাদের আবির্ভাবে পর থেকে সারা মুসলিম বিশ্বে অরাজকতা দেখা দিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১