ইরাকে ৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i39904-ইরাকে_৩০_বেসামরিক_ব্যক্তিকে_হত্যা_করেছে_দায়েশ
ইরাকের একটি সুন্নি অধ্যুষিত শহর দখল করতে গিয়ে সেখানকার অন্তত ৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০১৭ ০৫:৩৪ Asia/Dhaka
  • দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর অগ্রাভিযান (ফাইল ছবি)
    দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর অগ্রাভিযান (ফাইল ছবি)

ইরাকের একটি সুন্নি অধ্যুষিত শহর দখল করতে গিয়ে সেখানকার অন্তত ৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।

শনিবার দায়েশ জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলের নিকটবর্তী শিরকাত শহরে হামলা চালায়। এ সময় জঙ্গিদের হামলায় ৩০ জন নিহত হওয়া ছাড়াও অপর ৪০ জন আহত হয়। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।  ইরাকি সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত ১২ দায়েশ জঙ্গি নিহত হয় এবং বাকি সন্ত্রাসীরা পিছু হটে যায়।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে ইরাকের সেনাবাহিনী শিরকাত শহরটিকে দায়েশ জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করে। এরপর ওই বছরের ১৭ অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু হয়।

ইরাকি বাহিনী প্রায় ১০০ দিনের অভিযান শেষে চলতি বছরের জানুয়ারি মাসে মসুলের পূর্ব অংশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে পশ্চিম মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু হয়। প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি শনিবার জানিয়েছেন, শিগগিরই পশ্চিম মসুল উদ্ধার অভিযান সম্পর্কে ভালো খবর দেয়া সম্ভব হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১