হাশদ আশ-শাবি ইরাকি জনগণের গর্ব: ফেডারেল পুলিশ প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i40822-হাশদ_আশ_শাবি_ইরাকি_জনগণের_গর্ব_ফেডারেল_পুলিশ_প্রধান
উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলায় বড় ধরনের অবদান রাখার জন্য ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বাহিনীর ভূঁয়সী প্রশংসা করেছেন দেশটির ফেডারেল পুলিশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০১৭ ১৮:২১ Asia/Dhaka
  • ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বাহিনী
    ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বাহিনী

উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলায় বড় ধরনের অবদান রাখার জন্য ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বাহিনীর ভূঁয়সী প্রশংসা করেছেন দেশটির ফেডারেল পুলিশ।

গতকাল (শুক্রবার) ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের ফেডারেল পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রায়িদ শাকের জাওদ বলেন, পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বাহিনী ইরাকের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং তার দেশের সংসদ এ বাহিনীকে স্বীকৃতি দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেছেন, হাশদ আশ-শাবি তাকফিরি দায়েশের বিরুদ্ধে মহাকাব্যিক এবং বীরত্বপূর্ণ লড়াইয়ের নেতৃত্ব দেয়ায় ইরাকের জনগণ তাদের জন্য অনেক গর্ব অনুভব করে।  

তিনি বলেন, ইরাকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের শুরু থেকেই হাশদ আশ শাবি দেশে নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরাকি জনগণ হাশদ আশ-শাবির কাছে কৃতজ্ঞ যে, দেশ আজ সম্পূর্ণ নিরাপদ। তাকফিরি  দায়েশ  ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দখল করে নেয়ার পর স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি গঠন করা হয়েছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪