ইরাকে দিন ফুরোচ্ছে দায়েশের, কয়েক দিনের মধ্যেই মুক্ত হবে মসুল
ইরাকি নগরী মসুল কয়েকদিনের মধ্যেই তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে পুরোপুরি মুক্ত হবে। ইরাকের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
কোনো কোনো সংবাদ মাধ্যম দায়েশকে আইএস, আইএসআইএল বা আইএসএল’ও বলে থাকে।
ইরাকি সন্ত্রাস বিরোধী বাহিনী বা সিটিএসের মসুলের কমান্ডার লে. জেনারেল আবদুল গনি আল-আসাদি বলেছেন, মসুলের ঐতিহাসিক পুরানো নগরীর সংকীর্ণ গলিগুলোতে দায়েশের বিরুদ্ধে লড়াই চলছে। মসুলকে ইরাকে দায়েশের রাজধানী হিসেবে গণ্য করা হতো। কিন্তু এখন সেখানে দায়েশের অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছে।
দায়েশের হাতে গোণা কয়েকজন যোদ্ধা এখনো টিকে রয়েছে। অবশ্য তাদের মনোবল ভেঙ্গে গেছে এবং ভারসাম্য নেই উল্লেখ করে তিনি আরো বলেন, তাদেরকে আত্মসমর্পণ করার আহ্বান জানানো হচ্ছে। না হলে তাদের মরতে হবে।
দায়েশের দখলে মসুলের ২ বর্গ কিলোমিটারেরও কম এলাকা রয়েছে বলে জানান তিনি।
মসুলে ৫০ হাজারের বেশি মানুষ আটকা পড়েছে এবং এদের মধ্যে প্রায় অর্ধেকই আটকা পড়েছে পুরনো নগরীতে। আটকা পড়া মানুষগুলো খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছে বলে পালিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন। গত আট মাস ধরে মসুল মুক্ত করার অভিযান চলছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৭