দায়েশ বিরোধী লড়াইয়ে আয়াতুল্লাহ সিস্তানির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী এবাদি
-
প্রভাবশালী শিয়া আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি এবং প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি
ইরাকে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশটির প্রভাবশালী শিয়া আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি। ২০১৪ সালে সিস্তানির জারি করা ফতোয়া ইরাককে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
২০১৪ সালে তাকফিরি দায়েশ ইরাকে নৃশংসতা শুরু করার পরপরই এই উগ্র গোষ্ঠীকে মোকাবেলার লক্ষ্যে আয়াতুল্লাহ সিস্তানি তার দেশের সকল নাগরিককে অস্ত্র হাতে তুলে নিতে একটি ফতোয়া জারি করেন।
সেই সময় ইরাকের পবিত্র নগরী কারবালায় জুমা নামাজের খুতবায় সিস্তানির এক প্রতিনিধি বলেন, ''ইরাকের নাগরিক যারা অস্ত্র চালাতে সক্ষম, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাতে চায়, ইরাকি জনগণ এবং তাদের পবিত্র স্থানগুলো সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে চায়, তাদের উচিত পবিত্র ধর্মীয় দায়িত্ব হিসেবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করা এবং দায়েশের বিরুদ্ধে লড়াই করা।''
সিস্তানির ঐতিহাসিক ফতোয়ার পর দায়েশ বিরোধী লড়াইয়ে ইরাকের শিয়া, সুন্নী, খৃষ্টান এবং ইয়াজিদি সম্প্রদায়ের লোকজন পপুল্যার মোবিলাইজেশন ইউনিটসের অধীনে ঐক্যবদ্ধ হয়। তারা হাশদ আশ শাবি নামেও পরিচিত। দায়েশের বিরুদ্ধে সাফল্য অর্জনে ইরাকি সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়েছে এই স্বেচ্ছাসেবী বাহিনী।
এছাড়া ইরাকের পার্লামেন্ট গত বছর হাশদ আশ শাবিকে দেশটির নিয়মিত সেনাবাহিনীর অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সেনাবাহিনী যেসব সুযোগ সুবিধা ভোগ করবে তাদের জন্যও একই জিনিস প্রযোজ্য হবে। #
পার্সটুডে/বাবুল আখতার/১