তুর্কি বিমান হামলায় পিকেকের অন্তত ১১ গেরিলা নিহত
-
তুর্কি জঙ্গিবিমান
তুরস্কের বিমান বাহিনীর হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের অন্তত ১১ গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের দু’টি এলাকার ওপর গতরাতে এ বিমান হামলা চালানো হয়।
তুর্কি সেনাবাহিনী আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতি আরো বলা হয়েছে, সিরিয়া সীমান্তের কাছে মারদিন প্রদেশের রগেসিট জেলায় এ বিমান হামলা চালানো হয়েছে। হামলায় পিকেকের আট গেরিলা নিহত হয়েছে উল্লেখ করে আরো বলা হয়েছে, গেরিলারা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তুর্কি বিমান হামলায় গেরিলাদের কামানের দুটি অবস্থানও ধ্বংস হয়েছে।
এছাড়া, ইরাক ও ইরান সীমান্তের কাছে হাককারি প্রদেশেও বিমান হামলা চালিয়েছে তুর্কি বাহিনী। এতে তিন গেরিলা নিহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পিকেকে সংগঠনটিকে বেআইনি এবং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে তুরস্ক। পিকেকে গেরিলারা ১৯৮৪ সাল থেকে কুর্দি অঞ্চলে স্বায়ত্ত্বশাসনের দাবিতে সশস্ত্র লড়াই করে আসছে।#
পার্সটুডে/মূসা রেজা/১১