সিরিয়ার নয়া সংবিধান তৈরিতে কুর্দিদের ভূমিকা থাকতে হবে: ডি মিস্তুুরা
(last modified Tue, 11 Jul 2017 12:57:31 GMT )
জুলাই ১১, ২০১৭ ১৮:৫৭ Asia/Dhaka
  • সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা
    সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা

সিরিয়ায় নতুন সংবিধানের খসড়া প্রণয়নে দেশটির কুর্দি জনগোষ্ঠীকে অংশ নেয়ার অনুমতি দেয়া উচিত বলে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা মন্তব্য করেছেন।

আজ (মঙ্গলবার) প্রকাশিত রাশিয়ার রিয়া সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মিস্তুরা বলেন, "কুর্দিদেরকে অবহেলা করা কোনোভাবেই উচিত হবে না এবং সিরিয়ার জন্য নতুন সংবিধানের খসড়া তৈরিতে অংশ নেয়ার জন্য কুর্দিদেরকে সুযোগ দিতে হবে।"  

পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, জাতিসংঘ সুইজারল্যান্ডের লুসান্নায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার ভবিষ্যৎ সংবিধান নিয়ে দেশটির বিভিন্ন বিরোধী দলের সঙ্গে দুই পর্বের টেকনিক্যাল আলোচনা শেষ করেছে। এদিকে, বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এ খবর বা জাতিসংঘের কূটনীতিক ডি মিস্তুরার মন্তব্য সম্পর্কে সিরিয়া সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এছাড়া, ডি মিস্তুরার মন্তব্যে আঙ্কারার পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইরাক, সিরিয়া এবং তুরস্কে তৎপর সশস্ত্র কুর্দি গেরিলাদের ব্যাপারে আঙ্কারা সরকার গভীর উদ্বিগ্ন। তুরস্ক মনে করে- কুর্দিরা তুর্কি ভূখণ্ড থেকে আলাদা হতে চায় এবং বর্তমানে সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলারা তুরস্কের কুর্দি গেরিলা সংগঠন পিকেকে’র একটি শাখা।#

পার্সটুডে/ বাবুল আখতার/১১

 

ট্যাগ