লিবিয়ায় দায়েশ বিরোধী লড়াইয়ের নামে তৎপর মার্কিন কমান্ডো বাহিনী
আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর কমান্ডো বাহিনী, স্পেশাল ফোর্স লিবিয়া তৎপর রয়েছে। দায়েশ বিরোধী কথিত অভিযানের নামে তাদের লিবিয়ায় পাঠানোর কথা আজ(শুক্রবার) রাশিয়ার দৈনিক ইজভেজতিয়ার কাছে নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড বা আফ্রিকম।
আফ্রিকম বলেছে, লিবিয়ার ঐকমত্যের সরকারকে দায়েশ বিরোধী লড়াইয়ে সহায়তার বোঝাপড়ার আওতায় এ সব কমান্ডোকে দেশটিতে পাঠান হয়। একই সমঝোতার আওতায় কাজ শেষে তার ফিরে আসেন।অবশ্য লিবিয়ায় কমান্ডো পাঠানো অব্যাহত রাখা হবে বলেও জানায় আফ্রিকম।
এদিকে মার্কিন কংগ্রেস এবং সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি আরো বলেছে, লিবিয়ায় কয়েক ডজন কমান্ডো মোতায়েন করেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি।
গত মাসে লিবিয়ার ঐকমত্য সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ সাররাজ রুশ বার্তা সংস্থা স্পুতনিককে বলেছিলেন, সিরিয়া এবং ইরাকে বিপর্যয়ের পর দায়েশ লিবিয়ায় ঢুকবে বলে আশংকা করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১১