একদিনেই সৌদি আরবে মারা গেছেন ৩১ হাজি
-
ফাইল ফটো
সৌদি আরবে হজ পালন করতে যাওয়া অন্তত ৩১ ব্যক্তি একদিনেই মারা গেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ গতকাল (সোমবার) জানিয়েছে, রোববার এসব ব্যক্তি মারা গেছেন এবং তারা সবাই বিদেশী তবে কীভাবে তারা মারা গেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি।
এসপিএ’র রিপোর্টে বলা হয়েছে, এ পর্যন্ত ছয় লাখ ২০ হাজার ব্যক্তি হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। পবিত্র মক্কা ও মদিনা শহরে হজব্রত পালন করা হয় এবং তা পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করে সৌদি রাজতান্ত্রিক সরকার।
২০১৫ সালে দুটি মর্মান্তিক ঘটনায় হাজার হাজার হাজি নিহত হওয়ার পর হজ আয়োজনের বিষয়ে সৌদি সরকারের যোগ্যতা নিয়ে মারাত্মক প্রশ্ন ওঠে। সে সময় কাবা ঘরের ওপর বিশাল ক্রেন ভেঙে পড়লে প্রথম ঘটনায় ১০০’র বেশি হজে যাওয়া ব্যক্তি নিহত হন। পরে হজের দিন মিনায় প্রতীকি শয়তানকে পাথর মারার সময় কৃত্রিম ভিড়ের কারণে মারা যান কয়েক হাজার হাজি যার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নাগরিক ছিলেন ৪৬৫ জন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫