হামাস কমান্ডারকে হত্যার কথা স্বীকার করল দায়েশ
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ফিল্ড কমান্ডার নিদাল আল জাফারিকে হত্যার কথা স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল। ওই গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়েছে, মোস্তাফা কাল্লাব নামের এক সদস্য ওই অভিযান চালিয়েছে।
ইরানের আরবি টিভি চ্যানেল আল-আলম জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ভোরে মিশর সীমান্তের কাছে রাফার একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরণে হামাসের ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের অন্যতম কমান্ডার নিদাল আল জাফারি শহীদ হয়েছেন।
ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাফায় সন্ত্রাসী হামলায় হামাস কমান্ডার নিহত ও আরও কয়েক আহত হয়েছেন। আহতরাও নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচরদের সহযোগিতায় দায়েশ এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ২৪ মার্চ ইসরাইলি গুপ্তচরদের হামলায় হামাসের ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের আরেক কমান্ডার মাজেন ফুকাহা শহীদ হন।#
পার্সটুডে/১৮