নেইনাভা: ঘরে ফিরেছেন ১৭ হাজার ইরাকি
https://parstoday.ir/bn/news/west_asia-i44510-নেইনাভা_ঘরে_ফিরেছেন_১৭_হাজার_ইরাকি
ইরাকের নেইনাভা প্রদেশের অন্তত ১৭ হাজার উদ্বাস্তু নিজেদের ঘর-বাড়িতে ফিরে এসেছেন। ইরাকের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, আল-হামদানিয়া, নিমরুদ, বারতেলা ও বাশিকা শহরে এসব মানুষ ফিরে এসেছেন। শহরগুলো মুসলের আশপাশে অবস্থিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২০, ২০১৭ ১৯:৪৬ Asia/Dhaka
  • মসুল শহরের কাছে একটি শরণার্থী শিবির
    মসুল শহরের কাছে একটি শরণার্থী শিবির

ইরাকের নেইনাভা প্রদেশের অন্তত ১৭ হাজার উদ্বাস্তু নিজেদের ঘর-বাড়িতে ফিরে এসেছেন। ইরাকের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, আল-হামদানিয়া, নিমরুদ, বারতেলা ও বাশিকা শহরে এসব মানুষ ফিরে এসেছেন। শহরগুলো মুসলের আশপাশে অবস্থিত।

মন্ত্রণালয় বলেছে, গত দুই মাসে ফিরে আসা লোকজন সবাই উগ্র সন্ত্রাসীদের আগ্রাসনে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছিলেন। তবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বর্বরতার কারণে যত মানুষ উদ্বাস্তু হয়েছেন ফিরে আসা লোকজন তার তুলনায় অনেক কম। অবশ্য, ইরাকের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী জসিম মুহাম্মাদ আল-জা’ফ বলছেন, ফিরে আসা লোকের সংখ্যা কম হলেও সেটা একটা শুভ লক্ষণ।

এদিকে,  নেইনাভা কাউন্সিলের সদস্য হুসাম আদ-দ্বীন বলেছেন, মসুল শহরের পূর্বাঞ্চলে বেশিরভাগ সেবামূলক ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। তবে পশ্চিমে তা শতকরা ৪০ ভাগের বেশি নয় বলে জানান তিনি। ২০১৪ সালে দায়েশ মসুল দখল করে এ শহরে ইরাক অঞ্চলে কথিত খেলাফতের রাজধানী ঘোষণা করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০