বাদিয়া মরুভূমিতে দায়েশ সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে সিরিয়ার সেনারা
-
সুখনাহ শহরে পতাকা টাঙিয়ে দিচ্ছেন সিরিয়ার সেনারা
সিরিয়ার সেনারা বাদিয়া মরুভূমিতে উগ্রবাদী দায়েশ সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে বলে খবর দিয়েছে ব্রিটেনভ্ত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংগঠনটি জানিয়েছে, সিরিয়ার সেনারা বাদিয়া মরুভূমির উত্তর ও দক্ষিণ থেকে এগুচ্ছে এবং এরইমধ্যে জাবাল দাহেক এলাকা পুনরুদ্ধার করেছে। এ এলাকা হাতছাড়া হওয়া দায়েশ সন্ত্রাসীদের জন্য কৌশলগত বিপর্যয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।
গত কয়েক মাস ধরে সিরিয়ার সেনারা বাদিয়া এলাকাটি পুনরুদ্ধারের জন্য লড়াই করে আসছে। বাদিয়া মরুভূমি ইরাক ও জর্দান সীমান্তে গিয়ে মিশেছে। বর্তমানে সুখনাহ শহরের কাছে সেনাদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে। বাদিয়া এলাকাটি দখল করতে পারলে দেইর আয-জোর প্রদেশ মুক্ত করার পথ সুগম হবে। এ প্রদেশের প্রায় পুরোটাই দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪