কুর্দিস্তান ইস্যুতে সংবিধানের ভুল ব্যাখ্যা করা হচ্ছে: সুপ্রিম ফেডারেল আদালত
https://parstoday.ir/bn/news/west_asia-i48213-কুর্দিস্তান_ইস্যুতে_সংবিধানের_ভুল_ব্যাখ্যা_করা_হচ্ছে_সুপ্রিম_ফেডারেল_আদালত
ইরাকের সুপ্রিম ফেডারেল আদালত ঘোষণা করেছে, সেদেশের সংবিধানে কোনো অঞ্চলকেই বিচ্ছিন্ন হওয়ার সুযোগ দেওয়া হয় নি। এ কারণে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার গণভোটও অবৈধ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০১৭ ১৮:২৭ Asia/Dhaka
  • ইরাকের সুপ্রিম ফেডারেল আদালত
    ইরাকের সুপ্রিম ফেডারেল আদালত

ইরাকের সুপ্রিম ফেডারেল আদালত ঘোষণা করেছে, সেদেশের সংবিধানে কোনো অঞ্চলকেই বিচ্ছিন্ন হওয়ার সুযোগ দেওয়া হয় নি। এ কারণে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার গণভোটও অবৈধ।

আদালত আজ (সোমবার) আরও বলেছে, সংবিধানে স্বাধীনতা ঘোষণার সুযোগ দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে তা সঠিক নয়। 

কিরকুকের নিয়ন্ত্রণ নেওয়ার পর তোলা ছবি 

এদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের ভারপ্রাপ্ত গভর্নর রাকান আল জাবুরি ওই প্রদেশে সেনা সংখ্যা ও সামরিক সরঞ্জাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হায়দার আল এবাদিকে তিনি বলেছেন, কিরকুকে সন্ত্রাসবাদ দমনের জন্য আরও বেশি সেনা ও অস্ত্র দরকার।

সম্প্রতি ইরাকের কেন্দ্রীয় বাহিনী কুর্দি পিশমার্গা বাহিনীর কাছ থেকে কিরকুকের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬