ইয়েমেনের প্রেসিডেন্ট হাদিকে গৃহবন্দী করেছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i48247-ইয়েমেনের_প্রেসিডেন্ট_হাদিকে_গৃহবন্দী_করেছে_সৌদি_আরব
ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে গৃহবন্দী করেছে সৌদি আরব। একইসঙ্গে হাদির কয়েক ছেলে, দেশটির কয়েকজন মন্ত্রী ও সামরিক কর্মকর্তাকেও গৃহবন্দী করা হয়েছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০৭, ২০১৭ ২১:০৭ Asia/Dhaka
  • আব্দ রাব্বু মানসুর হাদি
    আব্দ রাব্বু মানসুর হাদি

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে গৃহবন্দী করেছে সৌদি আরব। একইসঙ্গে হাদির কয়েক ছেলে, দেশটির কয়েকজন মন্ত্রী ও সামরিক কর্মকর্তাকেও গৃহবন্দী করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির টানাপড়েন সৃষ্টির পর তাদেরকে গৃহবন্দী করা হলো। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের বিরুদ্ধে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরব জোটের দখলে রয়েছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীসহ বেশকিছু এলাকা।

ইয়েমেনে যে যুদ্ধ চালাচ্ছে এই আরব জোট তার প্রধান শক্তি হচ্ছে সৌদি আরব ও আরব আমিরাত এবং তারাই মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করার জন্য চেষ্টা করে আসছে। কিন্তু হাদিকে এখন গৃহবন্দী করার অর্থ হচ্ছে তিনি নিজের কর্তৃত্ব হারিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে মানসুর হাদি ইয়েমেন থেকে সৌদি আরবে আশ্রয় নেয়ার পর দেশে ফেরার জন্য এ পর্যন্ত রাজা সালমানকে বহুবার লিখিত অনুরোধ জানিয়েছেন কিন্তু কখনেই তার ব্যবস্থা করা হয় নি। এমনকি গত আগস্ট মাসে তিনি দেশে ফেরার জন্য রিয়াদ বিমানবন্দরে গেলেও সেখান থেকে তাকে ফিরিয়ে নেয়া হয়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭