সাদ হারিরির অবস্থা সম্পর্কে লেবাননের প্রেসিডেন্টের উদ্বেগ
-
মিশেল আউন
লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরির অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট মিশেল আউন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, সাদ হারিরির বিষয়টি স্পষ্ট করতে হবে।
এদিকে, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বৈরুতে নিযুক্ত সৌদি চার্জ দ্যা অ্যাফেয়ার্স ওয়ালিদ আল বুখারির সঙ্গেও বৈঠক করেছেন বলে লেবাননি গণমাধ্যম খবর দিয়েছে।
তিনি ওই বৈঠকে হারিরিকে দেশে পাঠানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। মিশেল আউন বলেন, বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া যায় না। হারিরিকে দেশে ফিরে আসতে হবে।

গত শনিবার সৌদি আরব থেকে টেলিভিশনে দেয়া ভাষণের মাধ্যমে সাদ হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এরপর লেবাননের বিচারমন্ত্রী বলেছেন, দেশে ফিরে নিজ মুখে ঘোষণা না দেয়া পর্যন্ত হারিরির পদত্যাগ গ্রহণযোগ্য হবে না। কোনো কোনো বিশ্লেষকের মতে, সৌদি সরকার লেবাননকে অস্থিতিশীল করতে সাদ হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে এবং তাকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০