সিরিয়া-আরব বৈরিতার অবসান লেবাননের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে
https://parstoday.ir/bn/news/west_asia-i124112-সিরিয়া_আরব_বৈরিতার_অবসান_লেবাননের_ওপর_ইতিবাচক_প্রভাব_ফেলবে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সম্প্রতি তার দেশের সঙ্গে আরব দেশগুলোর বৈরিতার অবসানে যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে প্রতিবেশী লেবাননের উপরেও ইতিবাচক প্রভাব পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০২৩ ১৫:২৭ Asia/Dhaka
  • সিরিয়া-আরব বৈরিতার অবসান লেবাননের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সম্প্রতি তার দেশের সঙ্গে আরব দেশগুলোর বৈরিতার অবসানে যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে প্রতিবেশী লেবাননের উপরেও ইতিবাচক প্রভাব পড়বে।

গতকাল (মঙ্গলবার) সিরিয়ার রাজধানী দামেস্কে লেবাননের সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট বাশার আসাদ। ১৪ বছর পর মিশেল আউন এই প্রথম সিরিয়া সফরে গেলেন।
বাশার আসাদ বলেন, তিনি বিশ্বাস করেন রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যেই লেবাননের শক্তি নিহিত। দেশটির জনগণ আলোচনা এবং সমঝোতার মধ্যদিয়ে এই স্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, লেবাননের স্থিতিশীলতা সিরিয়া এবং পুরো মধ্যপ্রাচ্যের স্বার্থেই জরুরি। সিরিয়া এবং লেবানন তাদের চ্যালেঞ্জগুলোকে আলাদা করে দেখতে পারে না।
সিরিয়া ও লেবাননের মধ্যে ভ্রাতৃসুলভ সম্পর্ক রক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্ট আউনের ভূমিকা রয়েছে বলে বাশার আল-আসাদ উল্লেখ করেন।
বৈঠকে মিশেল আউন বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে যে পরিবর্তনগুলো এসেছে তা পুরো অঞ্চলের জন্য ইতিবাচক; সব আরব দেশের স্বার্থের পক্ষে। তিনি আশা করেন, সিরিয়ার সংকট কাটিয়ে ওঠা এবং উন্নতির পথে এগিয়ে যাওয়ার ফলে ইতিবাচকভাবে তার প্রভাব লেবাননের ওপর পড়বে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।