মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি আয়াতুল্লাহ ঈসা কাসিম
(last modified Mon, 04 Dec 2017 11:36:21 GMT )
ডিসেম্বর ০৪, ২০১৭ ১৭:৩৬ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম
    আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম

বাহরাইনের প্রবীণ আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গত কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। শেখ ঈসা কাসিমের পরিবার ও বাহরাইনের সেন্টার ফর হিউম্যান রাইটস গতকাল (সোমবার) তার হাসপাতালে ভর্তি করার কথা নিশ্চিত করেছে।

শেখ ঈসা কাসিম বাহরাইনের শিয়া মুসলমানদের কাছে আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত। তিনি প্রায় ৫০০ দিন ধরে গৃহবন্দী অবস্থায় রয়েছেন এবং এর প্রতিবাদে দিরাজ এলাকায় তার বাড়ির কাছে নিয়মিত বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। এলাকাটি বাহরাইনের  নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। দেশের বিক্ষোভকারী জনগণের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে আসছেন।

বাহরাইনের প্রধান রাজনৈতিক জোট আল-ওয়েফাক ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, ৭০ বছরের বেশি বয়সী এই ধর্মীয় নেতা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন। আল-ওয়েফাকের উপ মহাসচিব শেখ হোসেইন আদ-দাহি জানিয়েছেন, প্রবীণ এ আধ্যাত্মিক নেতাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে একটি প্রাইভেট হাসাপতালে নেয়া হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪   

 

ট্যাগ