ইয়েমেনিদের পাল্টা হামলায় ৬ সৌদি সেনা নিহত
-
কয়েকজন সৌদি সেনা (ফাইল ফটো)
ইয়েমেনিদের পাল্টা হামলায় ছয় সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান এলাকায় ইয়েমেনের স্নাইপাররা গুলি করে তাদের হত্যা করেছে। আজ (শনিবার) ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর তথ্য বিষয়ক কমান্ড বলেছে, জিযানে ছয় সৌদি সেনা এবং ইয়েমেনের তায়িজ ও মায়ারিব প্রদেশে ১০ ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে। সৌদি আরব ওই সব ভাড়াটে সেনাদেরকে বেতন দিত বলে জানা গেছে। এর আগে গতকাল (শুক্রবার) সৌদি নেতৃত্বাধীন জোটের সেনা অবস্থান লক্ষ্য করে 'কাহার এম-২' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ।
এদিকে, ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদি বিমান হামলা অব্যাহত রয়েছে। সা'দা প্রদেশে বোমার আঘাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছে। এছাড়া সেখানে দুর্ভিক্ষ ও নানা রোগ ছড়িয়ে পড়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬