গণজাগরণের বার্ষিকী: বাহরাইনে চলছে ধর্মঘট-বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i52991
বাহরাইনে আজ পালন করা হচ্ছে গণজাগরণের বার্ষিকী। সাত বছর আগে এই দিনে অর্থাৎ ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি বাহরাইনে রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দেশটির আপামর মানুষ বিক্ষোভ শুরু করেন। বাহরাইনের সমাজ ব্যবস্থায় বিদ্যমান নানা বৈষম্য অবসানের দাবিতে তারা প্রচণ্ড আন্দোলন গড়ে তোলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১৬:৫৪ Asia/Dhaka
  • গণজাগরণের বার্ষিকীতে বাহরাইনে  বিশাল বিক্ষোভ
    গণজাগরণের বার্ষিকীতে বাহরাইনে বিশাল বিক্ষোভ

বাহরাইনে আজ পালন করা হচ্ছে গণজাগরণের বার্ষিকী। সাত বছর আগে এই দিনে অর্থাৎ ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি বাহরাইনে রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দেশটির আপামর মানুষ বিক্ষোভ শুরু করেন। বাহরাইনের সমাজ ব্যবস্থায় বিদ্যমান নানা বৈষম্য অবসানের দাবিতে তারা প্রচণ্ড আন্দোলন গড়ে তোলেন।

বিক্ষোভ দমন করতে রাজতান্ত্রিক বাহরাইন সরকার বর্বরতার পথ বেছে নেয় এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরকার এক পর্যায়ে দেশটিতে সেনা পাঠায়। বাহরাইনের নিরাপত্তা বাহিনী ও বিদেশী সেনাদের হাতে এ পর্যন্ত বহু মানুষ জীবন দিয়েছেন। এছাড়া, মানবাধিকার কর্মীসহ হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে এবং বিচারের নামে নানা ধরনের সাজা দেয়া হচ্ছে।

বাহরাইনে চলছে ধর্মঘট

গণজাগরণের বার্ষিকীতে বাহরাইনের বিপুল সংখ্যক মানুষ আজ রাজপথে নেমে বিক্ষোভ করছেন এবং দেশটিতে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে যে, বিক্ষোভরত লোকজনের ওপর বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে আলে খলিফার নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে। বিক্ষোভ ও ধর্মঘটকারী জনতার ওপর পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪