ইরানের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি কেউ পাবে না: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i53343-ইরানের_বিরুদ্ধে_আমাদের_ভূখণ্ড_ব্যবহারের_অনুমতি_কেউ_পাবে_না_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, বিশ্বের কোনো দেশকেই ইরানের বিরুদ্ধে ইরাকের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৩:০৩ Asia/Dhaka
  • ইরাকি প্রধানমন্ত্রী
    ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, বিশ্বের কোনো দেশকেই ইরানের বিরুদ্ধে ইরাকের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেছেন, শুধু ন্যাটোভুক্ত দেশ নয়, বিশ্বের কোনো দেশই ইরাক থেকে ইরানের বিরুদ্ধে তৎপরতা চালানোর অনুমতি পাবে না। ইরাকের কুর্দিস্তানের বিমান বন্দরগুলো খুলে দেয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেছেন, কুর্দিস্তানের আঞ্চলিক সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত সেখানকার বিমান বন্দরগুলো খুলে দেওয়া সম্ভব নয়।

ইরাকের আসন্ন পার্লামেন্ট নির্বাচন সম্পর্কে হায়দার আল এবাদি বলেছেন, "আমরা নির্বাচন কমিশনকে পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।" আগামী ১২ মে সেদেশে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১