মিশরে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন চলছে; সিসির সমর্থকই তার প্রতিদ্বন্দ্বী
মিশরের তিনদিনব্যাপী বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে বিরোধীদলগুলো ভোট বর্জন করায় কেন্দ্রগুলোতের ভোটার উপস্থিতি খুবই কম বলে সাংবাদিকরা জানিয়েছেন। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি'র একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তারই সমর্থক মোস্তফা মুসা মোস্তফা।
ভোটের আগে সম্ভাব্য অন্তত ছয় জন প্রার্থীকে নির্বাচন থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদের কেউ কেউ এখন জেলে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করার পর মিশরের সেনাবাহিনীর সাবেক প্রধান সামি আনানকে আটক করা হয়। প্রেসিডেন্ট সিসির শীর্ষস্থানীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছিল।
সিসি'র বর্তমান প্রতিদ্বন্দ্বী মুসা বলেছেন, তিনি চান আব্দুল ফাত্তাহ আস-সিসি পুনর্নির্বাচিত হোক।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান সিসি। এরপর তিনি নিজেই প্রেসিডেন্ট হন।
আজকের নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিসি'র জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। আগামী ২ এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬