ইরাকি নির্বাচনে নাটকীয় মোড়; মুক্তাদার জোট এগিয়ে
-
মুক্তাদার সমর্থকদের উল্লাস
ইরাকের জাতীয় সংসদে নির্বাচনের আংশিক ফলাফলে ধর্মীয় নেতা মুক্তাদা আস-সাদ্রের জোট প্রথম অবস্থানে রয়েছে। ইরাকের নির্বাচন কমিশন আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। নির্বাচনে মুক্তাদার জোট ইরাকের কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করেছে।
নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিটের সাবেক কমান্ডার হাদি আল-আমেরির নেতৃত্বাধীন কংকোয়েস্ট জোট। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির নেতৃত্বাধীন ভিক্টোরি জোট রয়েছে তৃতীয় অবস্থানে। এ পর্যন্ত ১৯টি প্রদেশের মধ্যে ১০টি প্রদেশের ফলাফল পাওয়া গেছে।

গত শনিবার ইরাকের জনগণ জাতীয় সংসদের নির্বাচনে ভোট দেয়। দেশটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। শতকরা ৪৪.৫ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ দিন শেষে প্রকাশ করা হতে পারে। ৩২৯টি আসনের জন্য সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নতুন সংসদ দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচিত করবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪