জিতেই গেল মুক্তাদা সাদ্‌রের জোট
(last modified Sat, 19 May 2018 07:10:47 GMT )
মে ১৯, ২০১৮ ১৩:১০ Asia/Dhaka
  • নির্বাচনে ভোট দিচ্ছেন মুক্তাদা সাদ্‌র
    নির্বাচনে ভোট দিচ্ছেন মুক্তাদা সাদ্‌র

ইরাকের জাতীয় নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আস-সাদ্‌রের নেতৃত্বাধীন সা’য়িরুন জোট চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে বলে দেশটির নির্বাচন কমিশন ঘোষণা করেছে।

নির্বাচন কশিমন আজ (শনিবার) জানিয়েছে, মুক্তাদা সাদ্‌রের জোট জাতীয় সংসদের মোট ৫৪টি আসন পেয়েছে। এ জোট এই প্রথম ইরাকের জাতীয় নির্বাচনে অংশ নিল এবং প্রথমবারেই বড় রকমের সফলতা পেল। গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাবেক পরিবহনমন্ত্রী ও বাদ্‌র অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমেরির নেতৃত্বাধীন কংকোয়েস্ট জোট ৪৭ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির নেতৃত্বাধীন ভিক্টোরি জোট ৪২ আসন পেয়ে তৃতীয় অবস্থান নিশ্চিত করেছে।

কংকোয়েস্ট জোট হচ্ছে নতুন জোট এবং তারা এবারই প্রথম নির্বাচনে অংশ নিল। এ জোটে রয়েছে ১৮টি রাজনৈতিক দল যাদের বেশিরভাগই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়া পপুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্য ছিল। আরবি ভাষায় এ ইউনিট হাশ্‌দ আশ-শাবি নামেই বেশি পরিচিত। এ গ্রুপের বড় অংশ অস্ত্র জমা দিয়ে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯

ট্যাগ