লেবাননের সংসদ স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হলেন নাবি বেরি
(last modified Wed, 23 May 2018 12:13:08 GMT )
মে ২৩, ২০১৮ ১৮:১৩ Asia/Dhaka
  • নাবি বেরি
    নাবি বেরি

লেবাননের সংসদ স্পিকার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন নাবি বেরি। আজ (বুধবার) সংসদের প্রথম অধিবেশনে ভোটাভুটিতে তিনি ৯৮ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ছয় দফায় সংসদ স্পিকার হলেন নাবি বেরি।

আজ সংসদের সবচেয়ে প্রবীণ সদস্য মিশেল আল মারের সভাপতিত্বে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নাবি বেরি হচ্ছেন একজন শিয়া মুসলমান। দেশটির সংবিধান অনুসারে, সেখানে খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট, সুন্নি মাজহাব থেকে প্রধানমন্ত্রী এবং শিয়া মাজহাব থেকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করা হয়। লেবাননের সংসদ এখন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নেবে।

গত ৬ মে দীর্ঘ নয় বছর পর লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এ নির্বাচনে সংসদের মোট ১২৮টি আসনের মধ্যে হিজবুল্লাহ ও তার মিত্ররা ৬৭টি আসন পেয়েছে।

সিরিয়া পরিস্থিতি এবং নির্বাচনী আইনের জটিলতার কারণে ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত তিনবার নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

 

ট্যাগ