আগ্রাসন বন্ধ না হলে তেল আবিবে বোমা হামলা করব: ইসলামি জিহাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i57784-আগ্রাসন_বন্ধ_না_হলে_তেল_আবিবে_বোমা_হামলা_করব_ইসলামি_জিহাদ
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে তারা তেল আবিবে বোমা হামলা চালাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০১৮ ১৩:৪৭ Asia/Dhaka
  • ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব
    ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে তারা তেল আবিবে বোমা হামলা চালাবে।

ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব গতকাল (বুধবার) বলেন, ইসরাইল বেপরোয়াভাবে প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে সামরিক সংঘাতের চেষ্টা চালাচ্ছে। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির ফলে যে অচলাবস্থা দেখা দিয়েছে তা থেকে মুক্তির জন্য ইসরাইল সামরিক সংঘাতের পথ বেছে নিতে চায়।

ইসরাইলি জঙ্গিবিমান

দাউদ শিহাব আরো বলেন, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে তার মাধ্যমে গাজার সত্য উচ্চারণের মুখে তেল আবিবের পরাজয়, ব্যর্থতা ও অসহায়ত্ব ফুটে উঠেছে এবং একথা পরিষ্কার হয়েছে যে, ইসরাইলি সন্ত্রাসবাদের চেয়ে গাজার এই সত্য উচ্চারণ অনেক বেশি শক্তিশালী।  

দাউদ শিহাব জানান, ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় ইসলামি জিহাদ আন্দোলন সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, গাজা উপত্যকা ও তার অধিবাসীদের ওপর যদি ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকে তাহলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  ও তার মন্ত্রিসভার সদস্যদের ওপর বোমা হামলা চালানো হবে। তিনি বলেন, এ ধরনের হামলা করার ক্ষমতা জিহাদ আন্দোলনের আছে। পরিস্থিতি এমন হলে তার জন্য জিহাদ আন্দোলনকে দায়ী করার অধিকার কারো থাকবে না।  

গতকাল দিন শুরুর দিকে ইসরাইলি বিমান গাজা সমুদ্রবন্দরে ফিলিস্তিনিদের একটি জাহাজের ওপর হামলা চালায়। ওই জাহাজ একটি আন্তর্জাতিক জাহাজ বহরকে স্বাগতম জানানোর অপেক্ষায় ছিল।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪