মার্কিনবিরোধী অবস্থানে কোনো পরিবর্তন আসবে না: মুক্তাদা সাদ্‌র
(last modified Sat, 26 May 2018 10:27:25 GMT )
মে ২৬, ২০১৮ ১৬:২৭ Asia/Dhaka
  • মুক্তাদা সাদ্‌র
    মুক্তাদা সাদ্‌র

ইরাকের নির্বাচনে বিজয়ী জোটের প্রধান মুক্তাদা সাদ্‌র বলেছেন, মার্কিনবিরোধী অবস্থানে তিনি অটল থাকবেন এবং এ ক্ষেত্রে কোনো ধরণের পরিবর্তন আসবে না। মার্কিন সরকার পরোক্ষভাবে মুক্তাদা সাদ্‌রের নেতৃত্বাধীন 'সায়িরুন' জোটের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে বলে এরইমধ্যে খবর বেরিয়েছে।

এ প্রসঙ্গে তিনি আজ (শনিবার) তার অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, আমরা এমন এক জাতি যাদের নীতি-অবস্থানে কোনো পরিবর্তন আসে নি এবং ভবিষ্যতেও পরিবর্তন আসবে না। মুক্তাদা সাদ্‌র প্রথম থেকেই ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করে আসছেন। এর আগে তার মাহদি আর্মির সঙ্গে মার্কিন সেনাদের বহুবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান ফোনে মুক্তাদা সাদ্‌রকে নির্বাচনে বিজয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন। মুক্তাদা সাদ্‌র ইরাকে সরকার গঠন করতে সক্ষম হবেন বলে আশা করে তিনি বলেন, তুরস্ক ইরাকি জনগণকে ঐক্যবদ্ধ দেখতে চায়।

গত ১২ মে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মুক্তাদা সাদ্‌রের নেতৃত্বাধীন 'সায়িরুন' জোট সবচেয়ে বেশি ৫৪টি আসন পেয়েছে। দেশটির সংসদে মোট আসন সংখ্যা হচ্ছে ৩২৯। মুক্তাদা সাদ্‌র অন্য জোটগুলোকে নিয়ে সরকার গঠনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬  

 

ট্যাগ