হাজিদের সুরক্ষায় সৌদি আরবে অফিস খুলবে ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i59192-হাজিদের_সুরক্ষায়_সৌদি_আরবে_অফিস_খুলবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের হজযাত্রীদের সুরক্ষা দেয়ার জন্য সৌদি আরবে একটি অফিস খুলবে তেহরান। এ বিষয়ে এরইমধ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমিক একটি চুক্তি হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ১৮, ২০১৮ ২০:৪৬ Asia/Dhaka
  • পবিত্র কাবা ঘর
    পবিত্র কাবা ঘর

ইসলামি প্রজাতন্ত্র ইরানের হজযাত্রীদের সুরক্ষা দেয়ার জন্য সৌদি আরবে একটি অফিস খুলবে তেহরান। এ বিষয়ে এরইমধ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমিক একটি চুক্তি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় হজ সংস্থার প্রধান হামিদ মোহাম্মাদি আজ (সোমবার) একথা জানান। নতুন অফিস থেকে ইরানি হজযাত্রীদের সম্ভাব্য সব সমস্যা সাধানের চেষ্টা করা হবে।

ইরান ও সৌদি আরবের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে প্রতিবছর হাজার হাজার ইরানি নাগরিক হজ পালনের জন্য পবিত্র মক্কা ও মদিনায় যান। চলতি বছর ৮৫ হাজার ২০০ ইরানি নাগরিক হজে যাবেন। হজযাত্রীদের সেবার জন্য আরো তিন হাজার কর্মকর্তা, ডাক্তার, সেবাদানকারী, পরিবহন ও আবাসিক কর্মী যাবেন।

হামিদ মোহাম্মাদি জানান, যেসব মানুষ হজে যাবেন তাদের মধ্যে শতকরা ৭৫ ভাগের বয়স ৫০ বছরের বেশি। এ কারণে তাদের সঙ্গে থাকবেন ৩০০ ডাক্তার। আগামী ১৮ জুলাই ইরান থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮