সীমান্ত নিরাপত্তা জোরদারে পরস্পরকে সহযোগিতা দিচ্ছে ইরান ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i64953-সীমান্ত_নিরাপত্তা_জোরদারে_পরস্পরকে_সহযোগিতা_দিচ্ছে_ইরান_ও_তুরস্ক
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, তুরস্কের সঙ্গে সহযোগিতা সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সুইলু'র আমন্ত্রণে তুরস্কে পৌঁছে তিনি আজ (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১১, ২০১৮ ১৭:২৭ Asia/Dhaka
  • আব্দুর রেজা রাহমানি ফাজলি
    আব্দুর রেজা রাহমানি ফাজলি

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, তুরস্কের সঙ্গে সহযোগিতা সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সুইলু'র আমন্ত্রণে তুরস্কে পৌঁছে তিনি আজ (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।

আব্দুর রেজা রাহমানি ফাজলি আরও বলেছেন, সীমান্ত দিয়ে মানবপাচারসহ সব ধরণের চোরাচালান বন্ধ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা হবে। মাদক চোরাচালান বন্ধের বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে। 

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু'র সঙ্গেও বৈঠকে করবেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। 

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি 'কুনিয়া' শহরে যাবেন এবং ইরানের সবচেয়ে বিখ্যাত কবি জালালুদ্দিন মোহাম্মাদ রুমি'র মাজার জিয়ারত করবেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১