শিগগিরি লেবাননে সরকার গঠিত হবে: আউন
-
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, শিগগিরি দেশে নতুন সরকার গঠিত হবে এবং এর মাধ্যমে গত পাঁচ মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে।
তিনি আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের একথা বলেন। এর আগে দেশের কার্যত প্রধানমন্ত্রী সাদ হারিরিও সরকার গঠনের বিষয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি রাজধানী বৈরুতে বলেছেন, “আমি জানি সরকার গঠনের জন্য অনেক বেশি সময় লেগেছে তবে ইনশাল্লাহ আমরা শিগগিরি তা গঠনে সক্ষম হব।”

গত মে মাসে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পাঁচ মাস চলে গেলেও এখনো দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয় নি। সাদ হারিরি ক্ষমতা-ভাগাভাগির মন্ত্রিসভা গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। তবে দলগুলো এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারে নি।
সাম্প্রতিক দিনগুলোতে রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা বেড়েছে। এতে রাজনৈতিক অচলাবস্থার অবসানের বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে। সরকারের একটি সূত্র আজ জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে নতুন সরকার গঠিত হতে পারে। তবে সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ দল হিজবুল্লাহ এ নিয়ে সংশয় প্রকাশ করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৮