মিথ্যা কথা বলে লেবানন সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে ইসরাইল: আউন
https://parstoday.ir/bn/news/west_asia-i65281-মিথ্যা_কথা_বলে_লেবানন_সীমান্তে_উত্তেজনা_ছড়াচ্ছে_ইসরাইল_আউন
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহর হাতে গোপন ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকার কথা নাকচ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ তুলে ইহুদিবাদী ইসরাইল লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৪, ২০১৮ ১৭:১০ Asia/Dhaka
  • স্টিফানো ডেল কোলের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট মিশেল আউন (ডানে)
    স্টিফানো ডেল কোলের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট মিশেল আউন (ডানে)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহর হাতে গোপন ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকার কথা নাকচ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ তুলে ইহুদিবাদী ইসরাইল লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে।  

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি অভিযোগ করেছে যে, বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহ গোপনে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। প্রেসিডেন্ট আউন ইসরাইলের এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল স্টিফানো ডেল কোলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

মিশেল আউন বলেন, সীমান্ত নিরুপণ করার বিষয়ে ইসরাইলের অস্বীকৃতিই প্রমাণ করে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অথচ সীমান্ত ঠিক করার মাধ্যমে স্থিতিশীলতা আসতে পারে। তিনি আরো বলেন, ইসরাইলি বাহিনী লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ায় অব্যাহতভাবে বিমান হামলা চালাচ্ছে।

বৈঠকে ডেল কোল বলেন,  লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে তিনি জাতিসংঘ সচিবালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/২৪