হুদাইদা দখলের সৌদি প্রচেষ্টা নস্যাৎ; ১১৩ শত্রু সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i65571-হুদাইদা_দখলের_সৌদি_প্রচেষ্টা_নস্যাৎ_১১৩_শত্রু_সেনা_নিহত
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সশস্ত্র বাহিনী চূড়ান্ত প্রতিরোধের মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোটের হুদাইদা বন্দরনগরী দখলের প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৪, ২০১৮ ১৯:১৩ Asia/Dhaka
  • সৌদি নেতৃত্বাধীন সেনাদের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পাল্টা হামলা
    সৌদি নেতৃত্বাধীন সেনাদের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পাল্টা হামলা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সশস্ত্র বাহিনী চূড়ান্ত প্রতিরোধের মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোটের হুদাইদা বন্দরনগরী দখলের প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।  

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের সেনাবাহিনী হুদাইদা বন্দরনগরীর নিরাপত্তা বলয়ের ভেতরে ঢোকার ব্যাপারে সৌদি নেতৃত্বাধীন জোটের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

হুদাইদা আগ্রাসনের জন্য জড়ো করা সৌদি নেতৃত্বাধীন সেনা

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকালের (শনিবার) প্রতিরোধ যুদ্ধে ১১৩ শত্রু সেনা নিহত ও ১৫৬ জন আহত হয়েছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে সৌদি নেতৃত্বাধীন জোট হুদাইদা নগরী দখলের জন্য ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করে। হুদাইদা বন্দর দিয়েই শুধুমাত্র বহির্বিশ্ব থেকে কিছু খাদ্য ও পণ্য সহায়তা ইয়েমেনে ঢুকতে পারে। এ শহর দখল করতে পারলে দুর্ভিক্ষের মুখে থাকা লাখ লাখ ইয়েমেনির জন্য সহায়তা আসা বন্ধ হয়ে যাবে। গত কয়েক মাস ধরে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বার বার এ শহর দখলের চেষ্টা করেছে। তবে তারা হুথি আনসারুল্লাহ ও তাদের সমর্থিত সেনাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে।#   

পার্সটুডে/এসআইবি/৪