সরকার গঠনের অচলাবস্থা নিরসন করব: লেবাননের প্রেসিডেন্ট
-
সিডেন্ট মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, নতুন সরকার গঠনের বিষয়ে দেশে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনে তিনি তার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালাবেন। লেবাননে জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস পরেও নতুন সরকার গঠন করা যায় নি।
আউন বলেন, সরকার গঠনের শেষ স্তরে যেতে হলে সাহস ও ধৈর্য দরকার। কিন্তু আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই। সে কারণে সরকার গঠনের জন্য একটা সমাধান খুঁজে বের করা দরকার। গতকাল (শনিবার) প্রেসিডেন্ট আউনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সরকার গঠনের বিষয়ে সমাধানে পৌঁছাতে সব রকমের প্রচেষ্টা চালানো হবে।
লেবাননের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী ও ফ্রি পেট্রিয়টিক দলের নেতা জেবরান বাসিলের সঙ্গে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট মিশেল আউন এ প্রত্যয় ব্যক্ত করলেন। হাসান নাসারুল্লাহ এবং জেবরান বাসিলও সরকার গঠনের বিষয়ে আলোচনা করেন।#
পার্সটুডে/এসআইবি/১১